ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবার অংশগ্রহণ জরুরী শান্ত বুড়িমারী স্থল বন্দরকে অশান্ত করতে চত্রুন্ত চলছে  ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর টাকায় যুব উন্নয়ন কর্মকর্তার রাজধানীতে বিপুল সম্পদ! কুলাউড়ায় ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী হজের আনুষ্ঠানিকতা শুরু প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুণ্ড বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর বিস্ফোরণের ঘটনা লাইভ করা কুলাউড়ার অলিউর নিখোঁজ মাতৃমৃত্যু কমলেও নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে জটিলতা

১২-১৫ বছর বয়সীদের শরীরে ফাইজারের টিকা ‘শতভাগ কার্যকর’

#

স্বাস্থ্য ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  10:59 AM

news image

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের দ্বিতীয় ডোজ দেওয়ার চার মাস পর্যন্ত ১০০ ভাগ কার্যকারিতা দেখিয়েছে বলে কোম্পানিটি দাবি করেছে। ট্রায়ালের পর্যবেক্ষণ রিপোর্টের বরাত দিয়ে ফাইজার এমন দাবি করেছে বলে সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২২৮ জনের ওপর টিকা প্রয়োগ করে পর্যবেক্ষণ চালানো হয়েছে। এতে দেখা যায়, দ্বিতীয় ডোজের পরে অন্তত ছয় মাস ফলোআপ করা হলেও, তাদের মধ্যে কারও ক্ষেত্রে তেমন কোনো সমস্যা দেখা যায়নি। ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা এক বিবৃতিতে বলেন, ‘এই ফলাফল কিশোর-কিশোরীদের ক্ষেত্রে আমাদের টিকা ব্যবহারে আস্থা আরও বাড়িয়ে দেবে।’ তিনি বলেন, ‘আমরা শিগগির এফডিএ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে এই ফলাফলের তথ্য ভাগ করে নিতে আগ্রহী।’ পর্যবেক্ষণে দেখা যায়, ২ হাজার ২৮ জনের মধ্যে আগে থেকে আক্রান্ত হয়নি এমন ৩০ জনের করোনা শনাক্ত হয়। তবে ওই ৩০ জনই প্লাসেবো (ডামি ওষুধ/টিকা) গ্রহণকারী দলের ছিল। অর্থাৎ ফাইজার টিকা গ্রহণকারীদের শতভাগের ক্ষেত্রে কার্যকারিতা দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক: মোঃ সিদ্দিকুর রহমান