ঢাকা ০৫ জুন, ২০২৩
সংবাদ শিরোনাম
শান্ত বুড়িমারী স্থল বন্দরকে অশান্ত করতে চত্রুন্ত চলছে  ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর টাকায় যুব উন্নয়ন কর্মকর্তার রাজধানীতে বিপুল সম্পদ! কুলাউড়ায় ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী হজের আনুষ্ঠানিকতা শুরু প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুণ্ড বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর বিস্ফোরণের ঘটনা লাইভ করা কুলাউড়ার অলিউর নিখোঁজ মাতৃমৃত্যু কমলেও নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে জটিলতা ভারতে পেঁয়াজের কেজি ৩ রুপি, চাষিদের চোখে জল

সুনির্দিষ্ট তথ্যেই মকবুলকে গ্রেফতার করা হয়েছে : পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  6:25 PM

news image

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষে হতাহতের ঘটনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান। গতকাল শুক্রবার রাতে নিউমার্কেট থানায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তার (মকবুল) কী পরিচয় কিংবা রাজনৈতিক পরিচয় কী আছে, সেসব বিষয় আমরা বিবেচনা করিনি। নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি তিনি। এ মামলায় আরো যারা এজাহারভুক্ত আছে, তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে মকবুল হোসেন নিউমার্কেট থানা হেফাজতে রয়েছেন। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখিয়ে নিউমার্কেট থানায় হস্তান্তর করে ডিবি।

উল্লেখ, গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। পরে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। পুরো নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সোমবার রাতে সংঘর্ষ শুরু হয়ে থেমে থেমে মঙ্গলবার রাত পর্যন্ত চলে।

logo

সম্পাদক ও প্রকাশক: মোঃ সিদ্দিকুর রহমান