ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবার অংশগ্রহণ জরুরী শান্ত বুড়িমারী স্থল বন্দরকে অশান্ত করতে চত্রুন্ত চলছে  ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর টাকায় যুব উন্নয়ন কর্মকর্তার রাজধানীতে বিপুল সম্পদ! কুলাউড়ায় ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী হজের আনুষ্ঠানিকতা শুরু প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুণ্ড বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর বিস্ফোরণের ঘটনা লাইভ করা কুলাউড়ার অলিউর নিখোঁজ মাতৃমৃত্যু কমলেও নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে জটিলতা

সুতি পাঞ্জাবির চাহিদা বেশি, তরুণদের আগ্রহ কারচুপি-কাতানে

#

নিজস্ব প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২২,  6:01 PM

news image

সামনে ঈদ, সবাই ব্যস্ত ঈদের নতুন জামাকাপড় কেনায়। বাঙালির যেকোনো উৎসবে পোশাকের তালিকায় সবার আগে নাম আসে পাঞ্জাবির। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নানা কাপড়ের ও নানা ডিজাইনের পাঞ্জাবি দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা।

ঈদে ছেলেদের বয়স অনুযায়ী পোশাকের তারতম্য থাকলেও পাঞ্জাবি যেন সবার জন্য বাধ্যতামূলক। ঈদের নামাজ থেকে শুরু করে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়ার সময়ও পরা হয় পাঞ্জাবি। তাই ঈদকে কেন্দ্র করে সব বয়সের পুরুষই পাঞ্জাবি কেনেন।

এবারের ঈদুল ফিতর পড়েছে গ্রীষ্মকালে, অর্থাৎ গরম থাকবে বেশ। একটু আরামদায়ক পাঞ্জাবির খোঁজে আছেন ক্রেতারা। তাই বাজারে সুতি পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। অনেক তরুণ ক্রেতা সুতির পাশাপাশি আগ্রহ দেখাচ্ছেন কারচুপি ও কাতান পাঞ্জাবিতে।

রোববার (২৪ এপ্রিল) রাজধানীর প্রগতি সরণির আশপাশের বেশ কয়েকটি বিপণিবিতানে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট।

মার্কেটগুলোতে সরেজমিনে দেখা যায়, ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ডিজাইন ও স্টাইলের পর্যাপ্ত সুতি পাঞ্জাবির উপস্থিতি রয়েছে দোকানগুলোতে। সুতির ওপর হালকা কাজ করা, প্রিন্ট ও স্ট্রাইপের পাঞ্জাবি বেশি চলছে। এছাড়া সুতি কাপড়ের সাদা রঙের পাঞ্জাবি ও পায়জামার বিক্রি বেশি দেখা গেছে। অন্য রঙগুলোর মধ্যে হালকা বেগুনি, গোলাপি ও নীল রঙের পাঞ্জাবির চাহিদা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক: মোঃ সিদ্দিকুর রহমান