ঢাকা ০৫ জুন, ২০২৩
সংবাদ শিরোনাম
শান্ত বুড়িমারী স্থল বন্দরকে অশান্ত করতে চত্রুন্ত চলছে  ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর টাকায় যুব উন্নয়ন কর্মকর্তার রাজধানীতে বিপুল সম্পদ! কুলাউড়ায় ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী হজের আনুষ্ঠানিকতা শুরু প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুণ্ড বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর বিস্ফোরণের ঘটনা লাইভ করা কুলাউড়ার অলিউর নিখোঁজ মাতৃমৃত্যু কমলেও নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে জটিলতা ভারতে পেঁয়াজের কেজি ৩ রুপি, চাষিদের চোখে জল

বিস্ফোরণের ঘটনা লাইভ করা কুলাউড়ার অলিউর নিখোঁজ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২২,  11:47 AM

news image

চট্রগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় নিজের ফেসবুক আইডি লাইভ করা তরুণ এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ তরুণের নাম অলিউল রহমান। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্রগামের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে।

নিখোঁজ অলিউর রহমানের চাচা সুন্দর আলী সকাল ১০ টায় তার বাতিজা আগুনের ঘটনায় নিখোঁজ রয়েছেন বলে  নিশ্চিত করেছেন। তবে বিভিন্ন গণমাধ্যমে অলিউরের লাশ পাওয়া গেছে যে সংবাদ প্রকাশিত হয়েছে এ ব্যাপারে তিনি বলেন, আমরা বিভিন্ন হাসপাতালে গিয়ে লাশ দেখেছি কিন্তু অলিউরের লাশটি এখনও পর্যন্ত  শনাক্ত করতে পারি নি।

নিখোঁজ অলিউর রহমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। সে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন। 
এর আগে অলিউর রহমানের সহকর্মী রুয়েল আহমদ গনমাধ্যমে কে জানিয়েছিলেন, আমরা এই সময়টাতে খাবারের জন্য ডিপো থেকে চলে আসলেও  ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়। তার লাইভ ভিডিও দেখলেই সবকিছু বুঝা যাবে।

রুয়েল আহমদ আরোও বলেন, আগুন লাগার পর  বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিল। এ ঘটনার  ভয়াবহতা ছিল অনেক। বিস্ফোরণের ঘটনায় ডিপোর ভেতরে থাকা কেউ বেঁচে থাকার কথা নয়। আর অলিউর বেঁচে থাকলে আমার কাছেই আসত। কারণ আমরা একসঙ্গে কাজ করি। এক জায়গায়তেই থাকি। যখন বিস্ফোরণ ঘটে তখন মূলত রাতের খাবারের সময় ছিল। নয়তো আরও অনেক লোক মারা যেতেন। 

logo

সম্পাদক ও প্রকাশক: মোঃ সিদ্দিকুর রহমান