বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর
নিজস্ব প্রতিনিধি
০৫ জুন, ২০২২, 11:49 AM

নিজস্ব প্রতিনিধি
০৫ জুন, ২০২২, 11:49 AM

বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর
চট্রগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় নিজের ফেসবুক আইডি লাইভ করা তরুণ মারা গেছেন। নিহত তরুণের নাম অলিউল রহমান। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্রগামের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে।
নিহত অলিউর রহমানের চাচা সুন্দর আলী জানান, আমার বাতিজা আগুনের ঘটনায় নিখোঁজ ছিলেন। সকালে আমরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।
নিখোঁজ অলিউর রহমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। সে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন।
অলিউর রহমানের সহকর্মী রুয়েল আহমদ গনমাধ্যমে কে জানিয়েছেন, আমরা এই সময়টাতে খাবারের জন্য ডিপো থেকে চলে আসলেও ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়। তার লাইভ ভিডিও দেখলেই সবকিছু বুঝা যাবে। রুয়েল আহমদ আরোও বলেন, আগুন লাগার পর বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিল। এ ঘটনার ভয়াবহতা ছিল অনেক। বিস্ফোরণের ঘটনায় ডিপোর ভেতরে থাকা কেউ বেঁচে থাকার কথা নয়। মূলত আগুনের বিস্ফোরণে অলিউর মারা গেছে।
চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রাত ২টার দিকে ফেসবুক লাইভকারী তরুণ ওয়ালিউর রহমানের লাশ আসে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে।
রাত ১টা থেকে ২টা পর্যন্ত পার্কভিউ হাসপাতালে অগ্নিদগ্ধ ৩০ জনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। একজনকে আনা হয় মৃত অবস্থায়। তিনি লাইভ ভিডিওকারী ওয়ালিউর রহমান।