ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবার অংশগ্রহণ জরুরী শান্ত বুড়িমারী স্থল বন্দরকে অশান্ত করতে চত্রুন্ত চলছে  ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর টাকায় যুব উন্নয়ন কর্মকর্তার রাজধানীতে বিপুল সম্পদ! কুলাউড়ায় ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী হজের আনুষ্ঠানিকতা শুরু প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুণ্ড বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর বিস্ফোরণের ঘটনা লাইভ করা কুলাউড়ার অলিউর নিখোঁজ মাতৃমৃত্যু কমলেও নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে জটিলতা

বিলাসবহুল বাড়ি কিনলেন নয়নতারা!

#

বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২১,  11:57 AM

news image

ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা আলোচিত নাম। বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর সিনেমা করে আলোচনায়। এখন ভক্ত ও দর্শক তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। গেল আগস্টে খবর বেরোয়, প্রেমিক পরিচালক বিগনেশ শিবনের সঙ্গে আংটিবদল করেছেন নয়নতারা। এবার ইন্ডিয়া টুডের খবর, এ যুগল চেন্নাইয়ের পো’স গার্ডেনে নতুন বিলাসবহুল বাড়ি কিনেছেন। বেশ চড়া দামে ওই বাড়ি কিনেছেন নয়নতারা। একই এলাকায় আরও একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন তিনি। যদিও এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রেমিক পরিচালক বিগনেশ শিবনের সঙ্গে নয়নতারা প্রেম করছেন প্রায় ছয় বছর। গেল জুনে বিগনেশ শিবন ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর পর্ব রেখেছিলেন তাঁর ভক্তদের জন্য। সেখানে এক ভক্ত তাঁর কাছে জানতে চান, ‘আপনি নয়নতারা ম্যামকে বিয়ে করছেন না কেন? খুব করে অপেক্ষা করছি।’ ভক্তের এমন প্রশ্নে পরিচালক বিগনেশ শিবন উত্তর দিয়েছেন, ‘বিয়ের আয়োজন অনেক খরচের ব্যাপার। সুতরাং টাকা জমাচ্ছি আর করোনা চলে যাওয়ার জন্য অপেক্ষা করছি।’ বিভিন্ন খবরে প্রকাশ, এ যুগল একত্রবাস করছেন। সামাজিক পাতায় প্রকাশিত অনেক ছবিতে দেখা যায়, নয়নতারার হাতে সোনার আংটি। সেই আংটি কি তবে বাগদানের? এ প্রশ্ন অনুরাগীদের মনে ছিল আরও আগেই। এ নিয়ে অবশ্য এর আগে মুখ খোলেননি নয়নতারা। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, এই লেডি সুপারস্টার বিগনেশের সঙ্গে আংটিবদলের খবর নিশ্চিত করেছেন। ২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি। আগামীতে তাঁকে শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক: মোঃ সিদ্দিকুর রহমান