ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবার অংশগ্রহণ জরুরী শান্ত বুড়িমারী স্থল বন্দরকে অশান্ত করতে চত্রুন্ত চলছে  ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর টাকায় যুব উন্নয়ন কর্মকর্তার রাজধানীতে বিপুল সম্পদ! কুলাউড়ায় ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী হজের আনুষ্ঠানিকতা শুরু প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুণ্ড বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর বিস্ফোরণের ঘটনা লাইভ করা কুলাউড়ার অলিউর নিখোঁজ মাতৃমৃত্যু কমলেও নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে জটিলতা

ফেসবুকে কেনাকাটার নতুন ফিচার

#

২২ নভেম্বর, ২০২১,  10:44 AM

news image

'শপস ইন গ্রুপস' নামে কেনাকাটার নতুন ফিচার আনছে ফেসবুক। শপিংয়ের জন্য এই ফিচার আনার ঘোষণার পাশাপাশি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যমটি নির্মাতাদের জন্য পণ্য পরামর্শ ও 'লাইভ শপিং' ফিচার নিয়েও পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। নতুন এই ফিচারের মাধ্যমে ফেসবুকে তৈরি গ্রুপের অ্যাডমিনরা তাদের সংশ্লিষ্ট ফেসবুক পেজে অনলাইন স্টোর স্থাপন করতে পারবেন। এ ছাড়া এর মাধ্যমে ব্যবহারকারীরা আয়কৃত অর্থ অলাভজনক খাতে যাবে, নাকি তাদের হাতে আসবে, তাও ঠিক করে দিতে পারবেন।

দীর্ঘদিন ধরেই ব্যবসা ও নির্মাতাদের জন্য ধারাবাহিকভাবে নতুন নতুন শপিং টুল আনছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারগুলো এরই মধ্যে চলে এসেছে ওয়েব সংস্করণ এবং আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণের ফেসবুক অ্যাপে। এ বিষয়ে ফেসবুক নিজেদের নতুন নামকরণকৃত মালিক প্রতিষ্ঠান মেটার প্রডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের সহসভাপতি ইউলি কেওন কিম জানান, অনেক গ্রুপ অ্যাডমিনই স্বেচ্ছাসেবক। এই 'শপ' থেকে তারা নিজেদের কাজের জন্য আয়ের পথ বের করে নিতে পারবেন। অর্থ গ্রুপ অ্যাডমিনের হাতে চলে যাবে এবং তারা সিদ্ধান্ত নিতে পারবেন, এটি কীভাবে ব্যবহার করবেন। এটি গ্রুপকে টিকিয়ে ও চলমান রাখার ভালো একটি উপায় বলেও তিনি উল্লেখ করেন।

চলতি মাসের শুরুতে ফেসবুক কমিউনিটিস সামিটে 'শপস', 'ফান্ডরেইজার'স' এবং 'সাবক্রিপশন'-এর পাশাপাশি 'গ্রুপ মনিটাইজেশন' ফিচারটি আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ফেসবুক জানিয়েছে, অনেক সময়ই গ্রুপে পণ্যের পরামর্শ চান ব্যবহারকারীরা। এখন থেকে পণ্যটি যদি ফেসবুক শপসে থাকে, তাহলে তা ট্যাগ বা কমেন্টে এম্বেড করে দিতে পারবেন ব্যবহারকারীরা। গ্রুপের শীর্ষ পণ্য পরামর্শগুলো ব্যবহারকারীর নিউজ ফিডেও দেখা যাবে। ফেসবুকে 'লাইভ শপিং' ফিচার আগে থেকেই বিদ্যমান থাকলেও এটিকে এতদিন ব্র্যান্ড ও নির্মাতাদের অংশীদারিত্বেই সীমাবদ্ধ ছিল। তাই এখন এ সম্পর্কিত নতুন ফিচারের পরীক্ষা শুরু করেছে অ্যাপটি। পণ্য বিক্রি দেখার জন্য ভক্তদের অন্য পেজে আহ্বান করার পরিবর্তে নির্মাতা ও ব্র্যান্ড এখন নিজস্ব পেজে ক্রস-স্ট্রিম করতে সক্ষম হবেন। সূত্র: টেকক্রাঞ্চ

logo

সম্পাদক ও প্রকাশক: মোঃ সিদ্দিকুর রহমান