ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবার অংশগ্রহণ জরুরী শান্ত বুড়িমারী স্থল বন্দরকে অশান্ত করতে চত্রুন্ত চলছে  ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর টাকায় যুব উন্নয়ন কর্মকর্তার রাজধানীতে বিপুল সম্পদ! কুলাউড়ায় ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী হজের আনুষ্ঠানিকতা শুরু প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুণ্ড বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর বিস্ফোরণের ঘটনা লাইভ করা কুলাউড়ার অলিউর নিখোঁজ মাতৃমৃত্যু কমলেও নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে জটিলতা

নামজারির সরকারি ফি ১১শ ৭০টাকা, দাবি ১ লাখ

#

আরিফ প্রধান

২২ নভেম্বর, ২০২১,  8:22 PM

news image

নামজারি জমাভাগের সরকারি ফি ১১শ ৭০ টাকা হলেও নামজারি আবেদন কারী ব্যক্তির কাছে ১ লাখ টাকা দাবীর অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক নাজমুল হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলার দরগারচালা গ্রামের মৃত ইছব আলীর সন্তান বৃদ্ধ মহর আলী গাজীপুর জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও ২২ নভেম্বর তিনি সাংবাদিকদের জানান, আমি নামজারি ও জমাভাগের আবেদন করার পর উপজেলা ভূমি অফিস থেকে বরমী ইউনিয়ন ভূমি অফিসে আবেদনের নথি (৩৬/২১-২২) পাঠানো হয়। পরে বরমী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অফিস সহায়ক নাজমুল হোসেন নথির বিপরীতে আমার কাছে ১ লাখ টাকা দাবী করেন। টাকা না দিলে আবেদন বাতিল বা খারিজ হতে দিবেনা বলে জানান। দীর্ঘদিন যাবৎ একই একই অফিসে কর্মরত নাজমুল হোসেনের বাড়ি বরমী হওয়ায় স্থানীয়ভাবে প্রভাব, জোর খাটিয়ে ও পেশি শক্তি দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি এবং মোটা অংকের টাকার বিনিময়ে নামজারি জমাভাগ (খারিজ) করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত নাজমুল হোসেন টাকা দাবী করার বিষয়টি অস্বীকার করেন এবং অভিযোগ দায়েরের বিষয়ে সে এখনও কিছু জানেনা এবং কোন চিঠি পায়নি বলে সাংবাদিকদের জানান। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ইছহাক মিয়া জানান, টাকা নেয়া বা অভিযোগের বিষয়টি আমাকে কেউ জানায়নি। মাত্র আপনাদের কাছে জানতে পারলাম। শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার বিষয়টি খুঁজ খবর নিয়ে গুরুত্ব সহকারে দেখবেন বলে মুঠোফোনে সাংবাদিকদের জানান।

logo

সম্পাদক ও প্রকাশক: মোঃ সিদ্দিকুর রহমান