ঢামেকে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর, ২০২১, 1:50 PM

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর, ২০২১, 1:50 PM

ঢামেকে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি ময়লার স্তূপ থেকে নবজাতক মেয়ের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) রয়েল জানান,
আমরা ৯৯৯ খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি ময়লার স্তুপ থেকে পলিথিন ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় নবজাতক মেয়ের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কে বা কারা এই নবজাতকটি ওই ময়লার স্তূপে ফেলে রেখে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।