ঢাকা টেস্ট: এবার আবিদ আলীকেও ফেরালেন তাইজুল
ক্রীড়া প্রতিবেদক
০৪ ডিসেম্বর, ২০২১, 12:15 PM

ক্রীড়া প্রতিবেদক
০৪ ডিসেম্বর, ২০২১, 12:15 PM

ঢাকা টেস্ট: এবার আবিদ আলীকেও ফেরালেন তাইজুল
আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ওপেনিং জুটি ভাঙতে ১৮ ওভার ২ বল করতে হয়েছে টাইগার বোলারদের। এই কয়টা ওভারে দুই পাকিস্তানি ওপেনার কোনও সুযোগই দেননি তাইজুল-সাকিবদের। মাঝে সাকিব তার তৃতীয় ওভারে এলবিডব্লুর আবেদন করলেও রিভিউতে বেঁচে যান আবিদ আলী। তবে তাইজুল ইসলাম তার পঞ্চম ওভার করতে এসে ফেরান শফিককে। ৫০ বলে ২৫ রান করা শফিককে ক্লিন বোল্ড করেজুটি ভেঙেছেন ৫৯ রানে। সফিককে ফেরানোর ৬ ওভার পর আরেক ওপেনার আবিদকেও বোল্ড করে ফিরিয়েছেন তাইজুল। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট পাওয়া তাইজুল ছুটছেন ঢাকা টেস্টেও। প্রথম টেস্টের প্রথম ইনিংসে আবিদ-শফিকের জুটি থেকে এসেছিল ১৪৬ রান, দ্বিতীয় ইনিংসে আসে ১৫১ রান। প্রথম ইনিংসে আবিদের ব্যাটে আসে ১৩৩ রান ও দ্বিতীয় ইনিংসে আসে ৯১ রান। সফরকারীদের দুই ইনফর্ম ব্যাটারকে মধ্যাহ্ন বিরতির আগে ফিরিয়ে স্বস্তিই দিচ্ছেন তাইজুল ইসলাম। এছাড়া দলে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি বাড়তি সাহস তো দিচ্ছেই। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। স্বাগতিক একাদশে অভিষেক হয়েছে ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। এছাড়া লম্বা সময় পর দলে ফিরেছেন পেসার খালিদ আহমেদ। মধ্যাহ্ন বিরতির আগে পাকিস্তান সংগ্রহ করেছে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান। আজহার আলী ৬ ও বাবর আজম অপরাজিত আছেন ৮ রানে।