ঘরের মাঠে মসিদের হার
স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর, ২০২১, 11:17 AM

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর, ২০২১, 11:17 AM

ঘরের মাঠে মসিদের হার
রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর গতকাল পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসিরা। কিন্তু, মেসির অর্জনের উপলক্ষ্য রাঙাতে পারল না প্যারিসের ক্লাবটি। নিসের বিপক্ষে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো মাওরিসিও পচেত্তিনোর শিষ্যদের। গতকাল বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পিএসজি। চলতি লিগে টানা চার জয়ের পর এবার ঘরের মাঠে পয়েন্ট হারাল প্যারিসের ক্লাবটি। অথচ ম্যাচের পুরোটা সময় ধরেই দাপট দেখায় পিএসজি। বলের পজিশন নিজেদের দখলে রাখে ৭১ ভাগ সময়। এ সময়ে মোট ২২টি শট নেয় পিএসিজ। যার পাঁচটিই ছিল অনটার্গেট শট। বিপরীতে চার বার আক্রমণ করে দুটি লক্ষ্যে যাওয়ার মতো ছিল তাদের। ম্যাচ এতটা আক্রমণাত্মক থেকেও নিসের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি পিএসজি। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে। অবশ্য পয়েন্ট হারালেও লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। ১৬ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে পিএসজির পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলা মার্সেই ২৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে রেন আছে তৃতীয় স্থানে। আর, ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে নিস।