খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর, ২০২১, 2:10 PM

নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর, ২০২১, 2:10 PM
খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বাধা আইন নয়, সরকার। এ কথা বলে আবারও অভিযোগ করেছেন দলের মহাসচিব বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। নয়াপল্টনে পূর্বঘোষিত বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল মৌন মিছিলের আয়োজন করে।
কিন্তু অনুমতি না থাকায় তা করতে পারেনি তারা। পরে দলীয় কর্যালয়ের সামনে অবস্থান নেন দলের নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে দলের মহাসচিব জানান, মৌন মিছিলের অনুমতি না দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা সবকিছুতে ভয় পায়। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চেয়ারপারসনের কোনো ক্ষতি হলে দায় সরকারকেই নিতে হবে। তার কিছু হলে আওয়ামী লীগকে রেহাই দেবে না জনগণ। দ্রুত সময়ের মধ্যে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারির কথা জানান তিনি। এর আগে গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করেছেন দলটিন নেতাকর্মীরা। এদিকে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে যে আইনের জটিলতার সৃষ্টি হয়েছে, সে জন্য আওয়ামী লীগ দায়ী নয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। এটি তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া মামলা উল্লেখ করে তিনি বলেন, মামলায় বেগম খালেদা জিয়ার শাস্তি হয়েছে। সুতরাং আইন তো তাকে মানতে হবে। মানবিকতা যা করার সেটি করা হয়েছে। গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। ১৬ দিন পর রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে দ্রুত বিদেশে চিকিৎসার পরামর্শ দেন তার চিকিৎসকরা।