ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবার অংশগ্রহণ জরুরী শান্ত বুড়িমারী স্থল বন্দরকে অশান্ত করতে চত্রুন্ত চলছে  ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর টাকায় যুব উন্নয়ন কর্মকর্তার রাজধানীতে বিপুল সম্পদ! কুলাউড়ায় ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী হজের আনুষ্ঠানিকতা শুরু প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুণ্ড বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর বিস্ফোরণের ঘটনা লাইভ করা কুলাউড়ার অলিউর নিখোঁজ মাতৃমৃত্যু কমলেও নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে জটিলতা

ইভ্যালির এমডির বিরুদ্ধে আরও তিন মামলা

#

২৮ নভেম্বর, ২০২১,  8:15 PM

news image

ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের বিরু‌দ্ধে ব‌রিশা‌লে তিন‌টি চেক প্রতারণার মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। রোববার (২৮ নভেম্বর) ব‌রিশাল অ‌তি‌রিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যাজি‌স্ট্রেট আদাল‌তের বিচারক মো. মাসুম বিল্লাহ পৃথক তিন‌টি মামলা আম‌লে নি‌য়ে সমন জা‌রি ক‌রেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আদাল‌তের বেঞ্চ সহকা‌রি চার‌চিল ও বাদী প‌ক্ষের আইনজীবী মোস্তা‌ফিজুর রহমান। মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, ব‌রিশা‌লের বা‌সিন্দা নিলয় শরীফ মোটরসাই‌কেল ক্রয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা, সা‌দিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার টাকা এবং মো. ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের বরাবর প্রদান ক‌রেন। এর বিপরী‌তে ৩ জনকে চেক দেওয়া হ‌য়েছিল। তারা চেক নি‌য়ে ব্যাংকে গেলে তাদেরকে চেক ফেরত দেয়। প‌রে তারা পোস্ট অফিসের মাধ্যমে টাকা ফেরত চে‌য়ে লিগ্যাল নো‌টিশ পাঠায়। এ ব্যাপারে কো‌নো উত্তর না পেয়ে ৩ জন পৃথক তিন‌টি মামলা দা‌য়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক: মোঃ সিদ্দিকুর রহমান