ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে নতুন ফিচার
১৮ নভেম্বর, ২০২১, 12:57 PM

NL24 News
১৮ নভেম্বর, ২০২১, 12:57 PM

ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে নতুন ফিচার
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আসক্তি কমাতে ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার। টেক আ ব্রেক নামক এ নতুন ফিচার ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় পরপর ইনস্টাগ্রাম থেকে বিরতি নেয়ার কথা মনে করিয়ে দেবে। ইনস্টাগ্রামে নতুন এ ফিচারটি আসতে যাচ্ছে ফুল স্ক্রিন ফিচার হিসেবে।
যা ব্যবহারকারী তার পছন্দ মতো শিডিউল করে নিতে পারবেন। ফিচারটি মূলত ডিজিটাল ওয়েলবিইং ফিচার অ্যান্ড্রয়েডে কীভাবে কাজ করে সেটাই মনে করিয়ে দেবে আমাদের। নতুন ফিচারের ব্যাপারে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোজেরি বলেন, নতুন ফিচারটি ব্যবহারকারীকে আরও বেশি নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে। ভবিষ্যতেও এ ধরনের আপগ্রেডের বিষয়ে আমরা কাজ চালিয়ে যাবো। মোজেরি আরও বলেন, টেক আ ব্রেক এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই একটা নতুন আপডেটে এই ফিচারের রোল আউট শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।