ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবার অংশগ্রহণ জরুরী শান্ত বুড়িমারী স্থল বন্দরকে অশান্ত করতে চত্রুন্ত চলছে  ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর টাকায় যুব উন্নয়ন কর্মকর্তার রাজধানীতে বিপুল সম্পদ! কুলাউড়ায় ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী হজের আনুষ্ঠানিকতা শুরু প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুণ্ড বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর বিস্ফোরণের ঘটনা লাইভ করা কুলাউড়ার অলিউর নিখোঁজ মাতৃমৃত্যু কমলেও নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে জটিলতা

আগামীকাল থেকে স্বাস্থ্য বিভাগে আবারো চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  11:50 AM

news image

কোভিড-১৯ এর সংক্রমণ কমে আসায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বায়োমেট্রিক মেশিনে ইলেকট্রনিক্স হাজিরা আবারো চালু করা হয়েছে। ২১ নভেম্বর থেকে এই হাজিরা অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে বিষয়টি অবহিত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বলা হয়, গত বছর কোভিড-১৯ সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার কারণে সংক্রমণের মাত্রা হ্রাস করার লক্ষ্যে বায়োমেট্রিক মেশিনে ইলেকট্রনিক্স হাজিরা দেওয়া থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে যে সকল বায়োমেট্রিক মেশিন বিকল হয়েছে, সেগুলো মেরামতের জন্যও বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক: মোঃ সিদ্দিকুর রহমান